অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যারে মেসেজ পাঠানো খুব সহজ
বিক্রয়ের সময় বিক্রয় ভাউচারটি মেসেজ পাঠাতে উপরে মেসেজ বাটনে ক্লিক করে মেসেজ পাঠাতে পারবেন।

তাছাড়াও বাম পাশের লেজার মেনুতে সকল লেজারে ক্লিক করুন। যে কাস্টামার বা গ্রাহককে মেসেজ পাঠাতে চান সেই কাস্টামার বা গ্রাহকের লেজারে মেসেজ বাটনে ক্লিক করুন।

রিসিপ্ট ভাউচার এন্ট্রির সময়ও মেসেজ পাঠাতে উপরে মেসেজ বাটনে ক্লিক করুন। দেখতে পারবেন সেই কাস্টমার বা গ্রাহকের কাছে মেসেজ চলে গেছে।

এই ভাবে খুব সহজে যে কোন কাস্টমার গ্রাহককে মেসেজ পাঠাতে পারবেন।
ভালো থাকবেন শুভ-কামনা সবসময়।