অভয় লেনদেন
অভয় লেনদেন একটি বিজ্ঞানসম্মত এবং সর্বজনস্বীকৃত দুতরফা দাখিলা পদ্ধতির অ্যাকাউন্টিং সফটওয়্যার (Double Entry system Accounting Software)। অভয় লেনদেন এর মাধ্যমে খুব সহজেই যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব-নিকাশ বা আর্থিক কার্যাবলী যেমন , আয়,ব্যয় / খরচ,, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবগুলো খুব কম সময়ে, নির্ভুলভাবে কম্পিউটার , ট্যাব, ও মোবাইল এর মাধ্যমে লিপিবদ্ধ করা যায় এবং যে কোন সময়, যে কোনখানে আর্থিক কার্যাবলীর ফলাফল জানতে পারা যায় । এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধ করন, এবং শ্রেনীবদ্ধ করন করা যায় । যে কোন সময়ের আর্থিক কার্যাবলী কয়েক ক্লিকের মাধ্যমে জানা যায়, আর্থিক অবস্থার ফলাফল জানা যায় । হিসাবের বিভিন্ন বিবরনী এবং প্রতিবেদনগুলো IFRS ( International Financial Reporting Standard) , GAAP ( Generally accepted Accounting Principle) এবং BFRS ( Bangladesh Financial Reporting Standard ) স্ট্যান্ডার্ড অনুযায়ী অটোমেটিক ভাবে প্রস্তুত করে ।