এক নজরে অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার
অভয় লেনদেন শেখা একদম সহজ এবং ব্যবহার করা সবার জন্য খুব সহজ । আপনি যেভাবে আপনার ব্যবসার হিসাব রাখতে পছন্দ করেন , অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যারে ঠিক সেইভাবেই হিসাব রাখতে পারবেন এবং আপনার ব্যবসার প্রতিবেদনগুলো আপনার পছন্দ মতই পাবেন । সহজ অ্যাকসেস – অভয় লেনদেন আপনি ব্রাউজার থেকে সরাসরি www.avoylenden.com এ ঢুকে ব্যবহার করতে পারবেন । এছাড়াও ট্যাব অথবা মোবাইলে অ্যাপ ইনস্টল করে ব্যবহার করতে পারবেন এমনকি মোবাইল অথবা ট্যাবে অ্যাপ ইনস্টল না করেও ব্যবহার করতে পারবেন ।
- ছোট ও মাঝারি যে কোন ধরনের ব্যবসায় ব্যবহার করা যায়
- এক ক্লিকে ব্যবসার আর্থিক অবস্থা পর্যবেক্ষন করা যায়
- কম্পিউটার, ট্যাব, ল্যাপটপ থেকে ব্যবসার আর্থিক লেনদেন পরিচালনা ও নিয়ন্ত্রন করা যায়
- একই সঙ্গে একাধিক শোরুমের হিসাব রাখা যায়
- একই সফটওয়্যারে একাধিক ব্যবসার হিসাব পরিচালনা করা যায়
- একাধিক ব্যবহারকারী দ্বারা ব্যবসার কার্যক্রম পরিচালনা করা যায়
- ব্যবসায় সংশ্লিষ্ঠ ব্যক্তি বা শেয়ার হোল্ডারদের সঙ্গে ব্যবসার হিসাব নিকাশ শেয়ার করা যায়
- প্রয়োজন অনুসারে কাস্টমাইজ অপশন যুক্ত করে নিতে পারবেন
ব্যবসার সকল লেনদেন তথ্য প্রিন্ট করে কাগজে সংরক্ষন এবং Export এর মাধ্যমে পিডিএফ (PDF) ও Excel ফরমেট সফটকপি নিজস্ব সুরক্ষিত স্টোরেজ ডিভাইজ যেমন পেনড্রাইভ, হার্ডডিক্স এ সংরক্ষন করতে পারবেন । PDF, Excel ফাইলগুলো আপনার গুগল ড্রাইভ অথবা ড্রোপবক্স এ নিজ দায়িত্বে সুরক্ষিতভাবে সংরক্ষন করতে পারবেন
একাউন্টিং ফিচার (Accounting Features)
আধুনিক, বিজ্ঞানসম্মত এবং সর্বজনস্বীকৃত দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি এবং IFRS, BFRS, GAAP নীতিমালা অনুযায়ী ব্যবসার হিসাব প্রতিবেদন
- হিসাব (Accounts)
- স্টক হিসাব (Stock Inventory)
- রিসিপ্ট ভাউচার (Receipt)
- পেমেন্ট ভাউচার (Payment)
- জার্নাল ভাউচার (Journal)
- বিক্রয় ভাউচার (Sale)
- ক্রয় ভাউচার (Purchase)
- ক্রয় ফেরত ভাউচার ( Purchase Return )
- বিক্রয় ফেরত ভাউচার (Sale Return)
- স্টক জার্নাল ভাউচার (Stock Journal)
- স্টক রিপোর্ট (Stock)
- দৈনিক রিপোর্ট (Daybook)
- ব্যালান্স সীট (Balance Sheet)
- লাভ-ক্ষতি (Profit & Loss)
- ট্রায়াল ব্যালেন্স (Trail Balance)
হিসাব ফিচার (Account Features)
- সম্পদ হিসাব, দায়ভার হিসাব, আয় হিসাব ও ব্যয় হিসাব
- প্রতক্ষ্য আয়-ব্যয় এবং পরক্ষ্য আয়-ব্যায় হিসাব
- হিসাব গ্রুপিং (Account Grouping)
- অটোমেটিক ডেবিট, ক্রেডিট নির্বাচন
- চলমান জের ছক ( ডেবিট, ক্রেডিট এবং জের হিসাব)(Debit, Credit, Closing)
- হিসাব তালিকা ( Chart of Account)
- প্রিন্ট এবং পিডিএফ (PDF), এক্সেল (Excel), CSV এক্সপোর্ট এবং নিজের প্রয়োজন অনুসারে সংরক্ষন
স্টক হিসাব (Stock Inventory) ফিচার
- প্রোডাক্ট কাটেগরি
- ওপেনিং ও ক্লোজিং স্টক হিসাব
- আন্তর্জাতি এবং কাস্টম ইউনিট / আঞ্চলিক পরিমাপ একক ব্যবহার
- চলমান স্টক পরিমান
- এভারেজ স্টক হিসাব
- প্রোফিট মার্জিন
- প্রিন্ট এবং পিডিএফ (PDF), এক্সেল (Excel), CSV এক্সপোর্ট এবং নিজের প্রয়োজন অনুসারে সংরক্ষন
সফটওয়্যার ফিচার
- একাধিক ব্যবসার হিসাব (Multi Business)
- একাধিক ব্যবহারকারী (Multi User)
- ব্যবহারকারী ম্যানেজমেন্ট (User Management)
- সহজ একসেজ (Easy access) কম্পিউটার, ট্যাব, মোবাইল
- কম্পিউটার অ্যাপ এবং মোবাইল অ্যাপ
- কাস্টমাইজ সুবিধা
সাধারন ফিচারসমুহ
- ক্রয়-বিক্রয় হিসাব
- বিল অনুযায়ী পরিশোধ হিসাব
- আয়-ব্যয় হিাসাব
- নগদ ক্যাশ ও বাকীতে বিক্রয়
- নগদ ক্যাশ ও বাকীতে ক্রয়
- ব্যাংক ও চেকের মাধ্যমে ক্রয়-বিক্রয়
- ব্যাংক ও চেকের মাধ্যমে টাকা গ্রহন
- ব্যাংক ও চেকের মাধ্যমে টাকা প্রদান
- মালিক পক্ষ উত্তলন ও প্রদান
- ব্যাংক সঞ্চয় ও ঋণ হিসাব
- নগদ ক্যাশ ও ব্যাংক হিসাব
- দেনা ও পাওনা টাকার হিসাব
- ব্যবসায় মূলধন হিসাব
- শেয়ার হোল্ডার হিসাব
- স্থায়ী সম্পদ
- বিনীয়োগের হিসাব
- প্রোডাক্ট গ্রুপিং
- প্রোডাক্ট উৎপাদন ও ব্যবহৃত কাচামাল হিসাব
- নিজস্ব পরিমাপের একক ব্যবহার
- প্রোফিট মার্জিন
- প্রোডাক্ট অনুযায়ী প্রোফিট মার্জিন
- লভ্যাংশ বন্টন
- দিন -তারিখ ভিত্তিক সকল রিপোর্ট
- ইউজার ভিত্তিক আপডেট , ডিলিট পারমিশন
- ইউজার লগ
- যে কোন তথ্য প্রিন্ট, পিডিএফ সংরক্ষন এবং ইমেইল পাঠানো
ব্যবহারিক ফিচারসমুহ
- ব্যবসার হিসাব সহজ ও নমনীয় হয়
- ব্যবসার হিসাব নিয়ে চিন্তা না করে সম্পূর্ণ মনোযোগ ব্যবসার প্রসারে দেওয়া যায় । যা ব্যবসার সমৃদ্ধির গতিকে তরান্বিত করে
- একাউন্টিং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আর্থিক ঘটনাসমুহ নিভূল ভাবে নির্দিষ্ট হিসাবে লিপিবদ্ধ করা যায়
- একাউন্টিং সফটওয়্যার ব্যবহার করে লেনদেন হিসাবগুলোকে খুব সহজে বিভিন্ন শ্রেনীতে বা গ্রুপ পদ্ধতিতে সাজানো যায় এবং প্রতিবেদনগুলো শ্রেনীভিত্তিক বা গ্রুপ ভিত্তিক পাওয়া যায়
- হিসাবের শ্রেনী বা গ্রুপ বিশ্লেষন করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রীক ফলাফল ও আর্থিক অবস্থা নিরুপন করা য়ায় কয়েক ক্লিকে
- ব্যবসার ভাউচার ও প্রতিবেন গুলো যে কোন সময় প্রিন্ট, PDF ফরমেটে সংরক্ষন ও ইমেল পাঠানো যায়
- প্রতিটি লেনদেন হিসাব যে কোন সময় প্রিন্ট, PDF ফরমেটে সংরক্ষন ও ইমেল পাঠানো যায়
- প্রতিটি লেনদেন এর নোটিফিকেশন পাওয়া যায়
- প্রতিটি লেনদেন হিসাব নির্ভুল ও সঠিক হিসাব লিপিবদ্ধ করা যায়
- খুব কম সময়ে দৈনিক হিসাবের কাজগুলো শেষ করা যায়
- একাউন্টিং সফটওয়্যার ব্যবহার ফলে পূর্বের সকল হিসাবগুলো যে কোন সময়, প্রয়োজনে খুব সহজেই কয়েক ক্লিক এর মাধ্যমে দেখা যায়
- একই হিসাব কখনো একাধিক বার করতে হয় না
- প্রয়োজনে লেনদেনের তথ্য খুব সহজেই পরিবর্তন করা যায়
- হিসাবের ভুল ত্রুটি নিরুপনের সময় ও শ্রম দিতে হয় না
- ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ব্যাক্তিগনের সঙ্গে ব্যবসার সকল হিসাব তথ্য প্রয়োজন অনুযায়ী শেয়ার করা যায় । এতে ব্যবসায়ীক সম্পর্কগুলো আরো মজবুত হয় । এবং ব্যবসার উন্নতির গতিকে তরান্বিত করে । ব্যবসার হিসাবে স্বচ্ছতা থাকে । মানুষের মনে আস্থা বিশ্বাস দৃঢ় হয়
- ব্যবসায়ীক হিসাবে স্বচ্ছতা থাকে
- খুব সহজে, যে কোন সময় , যে কোন খানে ব্যবসার সার্বিক অবস্থা দেখা যায়
- ব্যবসার লাভ-ক্ষতি, স্টক হিসাবগুলো কয়েক ক্লিক এর মাধ্যমে বিস্তারিত জানা যায়
- খুব সহজে যে কোন সময়ের লেনদেন অবস্থা কয়েক ক্লিক এর মাধ্যমে জানা যায়
- পূর্বের ব্যবসায়ীক অবস্থা এবং বর্তমান ব্যবসার অবস্থার পার্থক্যগুলো কয়েক ক্লিক এর মাধ্যমে জানা যায় । পূর্বের ও বর্তমান অবস্থার মধ্যে তুলনা ও পার্থক্য করা যায় ।
- ব্যবসায় বিভিন্ন প্রকার লেনদেন হিসাব লিপিবদ্ধ করে সংরক্ষন ও ফলাফল নির্নয় করা হয় । এতে প্রচুর সময় ও শ্রমশক্তি ব্যবহার করেও হিসাবের বিশুদ্ধতা সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায় না । একাউন্টিং সফটওয়্যার এসব সমস্যার একমাত্র সমাধান । একাউন্টিং সফটওয়ার ব্যবহার করে কয়েক ক্লিক এর মাধ্যমে অতিদ্রুত এবং যে কোন সময় ব্যবসার সকল ধরনের লেনদেন হিসাব নির্ভূলভাবে পাওয়া যায় ।
- এবং প্রতিটি লেনদেনের বিস্তারিত তথ্য সহ লেনদেন হিসাব দেখা যায় ।
- একাউন্টিং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে খুব কম সময়ে ব্যবসার লেনদেন হিসাব করা যায়
- নির্দিষ্ট যে কোন সময়ের আর্থিক কার্যাবলী জানা যায় । আর্থিক অবস্থার ফলাফল জানা যায় এবং ব্যবসায়ীক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেওয়া যায়
- লেনদেন হিসাবে কোন ধরনের জাল বা জুয়াচুরি হলে উদঘাটন করা সহজ হয়
- সর্বজনস্বীকৃত নীতিমালা অনুসরন করা হয়, একাউন্টিং সফটওয়্যারে প্রস্তুতকৃত আর্থিক বিবরণীসহ সকল বিবরনী সকলের নিকট গ্রহণযোগ্য
- হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার প্রয়োজন হয় না
- ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত প্রয়োজনীয় সঠিক তথ্য প্রদান করে
- ব্যবসার সঠিক আর্থিক ফলাফল নির্ণয় ও সঠিক অবস্থা জানা যায়
- হিসাব কালের মধ্যে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে ব্যবসার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ গতিবিধি অনুধাবন করা যায়
- একাউন্টিং সফটওয়্যার ব্যবহার করলে ব্যবসার হিসাবের জটিলতা থেকে মুক্ত থাকা যায়
- একাউন্টিং সফটওয়্যার ব্যবহারের অন্যতম সুবিধা – ব্যবসার আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরুপণ করা যায় । লাভ-ক্ষতির পরিমান নির্ণয়ের মাধ্যমে ব্যবসার গতিপ্রকৃতি সম্পর্কে সঠিক ধারনা খুব সহজে কয়েক ক্লিক এর মাধ্যমে পাওয়া যায় । যাবতীয় আয় ও ব্যায় নির্ভূলভাবে লিপিবদ্ধ হওয়ার কারনে ব্যবসার লাভ-ক্ষতি সঠিকভবে নির্ণয় করা যায়
- প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমান নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা লাভ করা যায়
- খুব সহজে এবং যে কোন সময়ের আয়-ব্যয় হিসাব জানার কারনে, প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিয়ন্ত্রনের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্খিত ফলাফল অর্জন করা সম্ভব হয় ।
- একাউন্টিং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে প্রতারণা ও জালিয়াতি রোধ করা য়ায়
- আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে খুব সহজেই শেয়ার করা যায় । এবং ব্যবসায় বিভিন্ন সিদ্ধান্ত খুব দ্রত নেওয়া যায় এবং আশানুরুপ ফল পাওয়া যায়
- একাধিক বছরের কিংবা নির্দিষ্ট কোন সময়ের আর্থিক বিবরণীর তুলনামূলক বিশ্লেষনের মাধ্যমে উন্নতি ও অবনতির বিভিন্ন দিক চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়
কম্পিউটার
ট্যাব
মোবাইল
ব্যবসার হিসাব হাতের মুঠোয়, সবসময় সবখানে
যে কোন সময় , যে কোন স্মার্ট ডিভাইজ থেকে আপনার ব্যবসার হিসাব দেখুন
১ ক্লিক এ ব্যবসার সকল রিপোর্ট
অভয় লেনদেন ব্যবহার করা খুব সহজ
একাউন্টিং রিপোর্ট
এক ক্লিক এ ব্যবসার সার্বিক অবস্থা
Balance Sheet
Profit & Loss
Stock
DayBook
শুধু মাত্র ভাউচার এন্ট্রি দিন
বাকি সকল হিসাব অ্যাটোমেটিকভাবে অভয় লেনদেন করে দিবে
ভাউচার
লেনদেন একাউন্টিং ভাউচার সমুহ
Sale (বিক্রয় চালান)
Purchase (ক্রয় চালান)
Receipt (রিসিপ্ট)
Payment (পেমেন্ট)
Journal (জার্নাল )
Sale Return (বিক্রয় ফেরত)
Purchase Return (ক্রয় ফেরত)
Stock Journal (স্টক জর্নাল )
একাউন্টিং ভাউচারগুলো যেকোন সাইজে প্রিন্ট ও পিডিএফ (PDF) ও অন্যান্য ফরমেটে সংরক্ষন ও ব্যবহার করা য়ায়
অভয় লেনদেন
ব্যবসায়ীক জটিল হিসাবগুলোকে খুব সহজ করে এবং হাতের মুঠোয় এনে দেয়

স্টক হিসাব
মজুদ পণ্যের পরিমান ও হিসাব, এভারেজ মুল্য, সর্বশেষ মজুদ পরিমান, প্রোফিট মার্জিন। প্রতিটি পণ্যের ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, এভারেজ ক্রয় মূল্য । গ্রুপ ভিত্তিক স্টক হিসাব । স্টক রিপোট প্রিন্ট, পিডিএফ সংরক্ষন , এক্সপোর্ট রিপোর্ট

উৎপাদন হিসাব
পণ্য উৎপাদন হিসাব, উৎপাদনে ব্যবহৃত কাচামাল হিসাব, কাচামাল স্টক হিসাব

প্রোডাক্ট গ্রুপিং
প্রোডাক্ট গুলো ক্যাটেগরি ভিত্তিক স্টক হিসাব রাখা যায় । এতে করে সহজেই বুঝা যায় কোন ধরনের প্র্রোডাক্ট এর স্টক কত রয়েছে
লেজার গ্রুপিং
গ্রুপিং পদ্ধতি ব্যবসার হিসাবকে করবে পরিছন্ন ও নমনীয় । এরিয়া ভিত্তিক হিসাব, আয়-ব্যায় এর গ্রুপিং হিসাব । সম্পদ ও দায়ভার হিসাবগুলো গ্রুপিং হিসাব । সকল প্রকার হিসাবগুলোর গ্রুপ ভিত্তিক হিসাব ব্যবসার গতিবিধি বুঝতে সহজ করে
ব্যবহারকারী কন্ট্রোল
ব্যবহারকারীদের ব্যবহার কন্ট্রোল করুন । আপনার হিসাব তথ্য সুরক্ষিত এবং গোপনীয়তা বজায় রাখুন । প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীর ব্যবহার নিয়ন্ত্রনে রাখুন
একাধিক ব্যবসার হিসাব
একই সঙ্গে একাধিক ব্যবসার হিসাব পরিচালনা করতে পারবেন