ক্রয়ের সময় বিশেষ ছাড় অথবা অন্যান্য যেমন পরিবহন চার্জ, সিপিং চার্জ ইত্যাদি যুক্ত করতে অন্যান্যতে ক্লিক করুন পার্টিকুলারে পরোক্ষ আয় বা ব্যয়ের লেজারটি নির্বাচন করুন । টাকার পরিমান লেখার সময় (-) বিয়োগ চিহ্ন সামনে লিখুন , তাহলে মূল টাকা থেকে কমে যাবে ।
আর মুল টাকার সঙ্গে যোগ করতে শুধু টাকা পরিমান লিখুন। তালিকায় যুক্ত করুন।