ব্যবসা হিসাব রাখার জন্য জনপ্রিয় মাধ্যম হলো একাউন্টিং সফটওয়্যার । বর্তমান সময়ে ব্যবসার হিসাবের জন্য একাউন্টিং সফটওয়্যার এর ব্যবহার দিন দিন জনপ্রিয়তা লাভ করেছে। আমরা জানি যে, ব্যবসার সঠিক ও নির্ভুল হিসাব নিকাশ প্রত্যেক ব্যবসার জন্য কতটা গুরুত্বপূর্ণ । একটি ব্যবসায় সাফ্যলের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো পুরো ব্যবসার আয় ব্যয়ের যথাযথ হিসাব রাখা এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহন করা । আর ব্যবসার আয় ব্যয়ের সঠিক হিসার রাখার সহজ নির্ভয়যোগ্য ও সহজ উপায় হচ্ছে, আধুনিক, বিজ্ঞানসম্মত দুতরফা দাখিলা পদ্ধতির একাউন্টিং সফটওয়্যার ব্যবহার ।
ব্যবসার হিসাব রাখার আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি বা নিয়ম :
দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি : দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি হচ্ছে হিসাব রাখার একমাত্র বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি এবং সর্বজনস্বীকৃত যা সাবারকাছে গ্রহণযোগ্য একটি হিসাব পদ্ধতি । সমগ্র বিশ্বব্যাপী ব্যবসায় প্রতিষ্ঠানসমূহে হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে দুতরফা দাখিল পদ্ধতি প্রতিষ্ঠিত এবং পরিচিত। ব্যবসার সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির কোন বিকল্প নেই। বাংলাদেশ সহ সারা বিশ্বে এই পদ্ধতিতে বা নিয়মে সকল প্রকার ব্যবসার হিসাব রাখে ।
এই পদ্ধতির জনক ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি।
একাউন্টিং সফটওয়্যারে ব্যবসার হিসাব যেভাবে শুরু করবেন :
এটি নির্ভর করে আপনার ব্যবসায়, আপনি কি ধরনের হিসাব নিকাশ রাখবেন । আপনি যেভাবে আপনার ব্যবসার হিসাব রাখতে পছন্দ করেন, একাউন্টিং সফটওয়্যারে ঠিক সেইভাবেই হিসাব রাখতে পারবেন এবং আপনার ব্যবসার প্রতিবেদনগুলো আপনার পছন্দ মতই পাবেন । চলুন জেনে নেওয়া যাক, ব্যবসার হিসাব নিকাশ সফটওয়্যারে যেভাবে রাখবেন।
প্রথম ধাপ
প্রোডাক্ট যুক্ত (স্টক হিসাবের জন্য) : প্রথমে পরিমাপের ইউনিট ও ক্যাটেগরি তৈরি করে নিন তারপর প্রোডাক্টগুলো সফটওয়্যারে যুক্ত করুন । যুক্ত করার সময় সম্ভাব্য ক্রয় মুল্য ও বিক্রয় মূল্য দিন। ( স্টক হিসাব রাখতে না চাইলে এরিয়ে চলুন )
লেজার তৈরি :কাস্টমার , সাপ্লায়ার , ব্যাংক হিসারের লেজার, আয়-ব্যয় খাতের লেজার গুলো তৈরি করে নিন।
দ্বিতীয় ধাপ
ভাউচার এন্ট্রি : এরপর প্রতিদিনের ক্রয় বিক্রয় লেনদেন এন্ট্রি শুরু করবেন । যে তারিখ থেকে এন্ট্রি শুরু করবেন, সেই তারিখের প্রাম্ভিক( ওপেনিং) স্টক হিসাব এবং লেজারগুলোর জের ধীরে ধীরে আপডেট করে নিবেন।
তারপর রিপোর্ট থেকে ক্রয়-বিক্রয়, আয়-ব্যয়, লাভ-ক্ষতি, স্টক হিসাব, দেনা ও পাওনা হিসাব, ব্যাংক হিসাব ইত্যাদি হিসাবগুলো দেখুন এক ক্লিকে । তারপর প্রতিদিনের রিসিপ্ট, পেমেন্ট, ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, ভাউচারগুলো এন্ট্রি করবেন । প্রতিদিনের হিসেবের ব্যাকআপ সংরক্ষণ করে রাখবেন। এতে করে আপনার ব্যবসার হিসাব থাকবে সুরক্ষিত ও নিরাপদ ।
ব্যবহার করুন
অভয় লেনদেন
আধুনিক বিজ্ঞানসম্মত দুতরফা দাখিলা পদ্ধতির ব্যবসার হিসাব রাখার একাউন্টিং সফটওয়্যার
www.avoylenden.com