একাউন্টিং সফটওয়্যারে ব্যবসার হিসাব রাখবেন কিভাবে?

You are currently viewing একাউন্টিং সফটওয়্যারে ব্যবসার হিসাব রাখবেন কিভাবে?
একাউন্টিং সফটওয়্যরে ব্যবসার হিসাব রাখবেন কিভাবে?

ব্যবসা হিসাব রাখার জন্য জনপ্রিয় মাধ্যম হলো একাউন্টিং সফটওয়্যার । বর্তমান সময়ে ব্যবসার হিসাবের জন্য একাউন্টিং সফটওয়্যার এর ব্যবহার দিন দিন জনপ্রিয়তা লাভ করেছে। আমরা জানি যে, ব্যবসার সঠিক ও নির্ভুল হিসাব নিকাশ প্রত্যেক ব্যবসার জন্য কতটা গুরুত্বপূর্ণ । একটি ব্যবসায় সাফ্যলের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো পুরো ব্যবসার আয় ব্যয়ের যথাযথ হিসাব রাখা এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহন করা । আর ব্যবসার আয় ব্যয়ের সঠিক হিসার রাখার সহজ নির্ভয়যোগ্য  ও সহজ উপায় হচ্ছে, আধুনিক, বিজ্ঞানসম্মত দুতরফা দাখিলা পদ্ধতির একাউন্টিং সফটওয়্যার ব্যবহার ।

ব্যবসার হিসাব রাখার আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি বা নিয়ম :

দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি : দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি হচ্ছে হিসাব রাখার একমাত্র বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি এবং সর্বজনস্বীকৃত যা সাবারকাছে গ্রহণযোগ্য একটি হিসাব পদ্ধতি । সমগ্র বিশ্বব্যাপী ব্যবসায় প্রতিষ্ঠানসমূহে হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে দুতরফা দাখিল পদ্ধতি প্রতিষ্ঠিত এবং পরিচিত। ব্যবসার সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির কোন বিকল্প নেই। বাংলাদেশ সহ সারা বিশ্বে এই পদ্ধতিতে বা নিয়মে সকল প্রকার ব্যবসার হিসাব রাখে ।
এই পদ্ধতির জনক ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি।

একাউন্টিং সফটওয়্যারে ব্যবসার হিসাব যেভাবে শুরু করবেন :

এটি নির্ভর করে আপনার ব্যবসায়, আপনি কি ধরনের হিসাব নিকাশ রাখবেন । আপনি যেভাবে আপনার ব্যবসার হিসাব রাখতে পছন্দ করেন, একাউন্টিং সফটওয়্যারে ঠিক সেইভাবেই হিসাব রাখতে পারবেন এবং আপনার ব্যবসার প্রতিবেদনগুলো আপনার পছন্দ মতই পাবেন । চলুন জেনে নেওয়া যাক, ব্যবসার হিসাব নিকাশ সফটওয়্যারে যেভাবে রাখবেন।

প্রথম ধাপ
প্রোডাক্ট যুক্ত (স্টক হিসাবের জন্য) : প্রথমে পরিমাপের ইউনিট ও ক্যাটেগরি তৈরি করে নিন তারপর প্রোডাক্টগুলো সফটওয়্যারে যুক্ত করুন । যুক্ত করার সময় সম্ভাব্য ক্রয় মুল্য ও বিক্রয় মূল্য দিন। ( স্টক হিসাব রাখতে না চাইলে এরিয়ে চলুন )
লেজার তৈরি :কাস্টমার , সাপ্লায়ার , ব্যাংক হিসারের লেজার, আয়-ব্যয় খাতের লেজার গুলো তৈরি করে নিন।

দ্বিতীয় ধাপ
ভাউচার এন্ট্রি : এরপর প্রতিদিনের ক্রয় বিক্রয় লেনদেন এন্ট্রি শুরু করবেন । যে তারিখ থেকে এন্ট্রি শুরু করবেন, সেই তারিখের প্রাম্ভিক( ওপেনিং) স্টক হিসাব এবং লেজারগুলোর জের ধীরে ধীরে আপডেট করে নিবেন।
তারপর রিপোর্ট থেকে ক্রয়-বিক্রয়, আয়-ব্যয়, লাভ-ক্ষতি, স্টক হিসাব, দেনা ও পাওনা হিসাব, ব্যাংক হিসাব ইত্যাদি হিসাবগুলো দেখুন এক ক্লিকে । তারপর প্রতিদিনের রিসিপ্ট, পেমেন্ট, ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, ভাউচারগুলো এন্ট্রি করবেন । প্রতিদিনের হিসেবের ব্যাকআপ সংরক্ষণ করে রাখবেন। এতে করে আপনার ব্যবসার হিসাব থাকবে সুরক্ষিত ও নিরাপদ ।

ব্যবহার করুন
অভয় লেনদেন
আধুনিক বিজ্ঞানসম্মত দুতরফা দাখিলা পদ্ধতির ব্যবসার হিসাব রাখার একাউন্টিং সফটওয়্যার
www.avoylenden.com

Leave a Reply