ফিচার মূল্য বৃদ্ধি পলিসি

  • একজন ব্যবহারকারী ফিচার একটিভ করার সময় যে মূল্যে একটিভ করবেন, তিনি আজীবন সেই মূল্যই নবায়নের মাধ্যমে ব্যবহার করিতে পারবেন। তবে শর্ত থাকে যদি ফিচারের মেয়াদ শেষ হওয়ার বা উত্তিন্নের ৯০ দিনের ভিতরে নরায়ন না করেন , সেক্ষেত্রে ফিচারের বর্তমান মূল্য প্রযোজ্য হইবে ।
  • আমাদের প্রতিনিয়ত আপডেট কাজ চলমান থাকে, প্রতিনিয়ত নতুন নতুন আপশন যুক্ত করা হয় , ফিচার সমুহ আপডেট করা হয় তাই আপডেট এর সাথে সাথে ফিচার প্যাকেজ মূল্য সমন্বয় করা হয় ।