মোবাইল ব্যাংকিং ব্যবসার হিসাব রাখার পদ্ধতি

মোবাইল ব্যাংকিং ব্যবসার হিসাব রাখুন খুব সহজ । বিকাশ, নগদ, রকেট সহ যে কোন মোবাইল ব্যাংকিং এর হিসাব অভয় লেনদেন এ রাখা একদম সহজ

এজেন্ট লেজার লেজার তৈরি

  • প্রথমে এজেন্ট ব্যাংকিং লেজারগুলো তৈরি করে নিবেন । বিকাশ, নগদ, রকেট সকল হিসবাগুলোর জন্য আলাদা আলাদাভাবে লেজার তৈরি করু যেমন বিকাশ এর জন্য ”বিকাশ এজেন্ট – ০১৭৫০০৬৪৬৫৪”
  • লেজারের গ্রুপ হবে ব্যাংক হিসাব
  • বর্তমান ব্যালেন্স ওপেনিং লিখুন

কমিশন লেজার তৈরি

  • কমিশ হিসাবের জন্য কমিশন লেজার তৈরি করে নিবেন । 
  • লেজার গ্রুপ হবে পরোক্ষ আয় (Indirect Incomes)

কমিশন লেজার আলাদা অলাদা হিসাব রাখতে চাইলে আলাদা অলাদাভাবে এবং গ্রুপ ভিত্তিক লেজার তৈরি করে নিতে পারবেন

লেজার তৈরির কাজ শেষ হইলে এখন লেনদেন হিসাব রাখা বা ভাউচার এন্ট্রি শুরু করতে পারবেন

ব্যালেন্স ক্রয় / ইন এন্ট্রি

যখন ক্যাশ টাকা দিবেন এবং ব্যালেন্স নিবেন তখন ভাউচার এন্ট্রি থেকে রিসিপ্ট ভাউচার এন্ট্রি করবেন

রিসিপ্ট ভাউচার এন্ট্রি

  • রিসিপ্ট একাউন্টে – এজেন্ট লেজার টি নির্বাচন করুন
  • পার্টিকুলারে ক্যাশ লেজার নির্বাচন করুন
  • টাকার পরিমান লিখুন তালিকায় যুক্ত করুন
  • একই সঙ্গে কমিশন হিসাব রাখতে চাইলে পার্টিকুলারে কমিশন লেজার টি নির্বাচন করুন , টাকা পরিমান লিখুন তালিকায় যুক্ত করুন
  • নোটে মোবাইল নাম্বার অথবা প্রয়োজনীয় তথ্য লিখে রাখতে পারবেন

কমিশন দিনশেষেও এন্ট্রি দিতে পারবেন

ব্যালেন্স বিক্রয় এন্ট্রি

যখন ক্যাশ নিবেন এবং ব্যালেন্স দিবেন / বিল পরিশোধ করবেন তখন পেমেন্ট ভাউচার এন্ট্রি করবেন

পেমেন্ট ভাউচার এন্ট্রি

  • পেমেন্ট একাউন্টে – এজেন্ট লেজার টি নির্বাচন করুন
  • পার্টিকুলারে ক্যাশ লেজার নির্বাচন করুন
  • টাকার পরিমান লিখুন তালিকায় যুক্ত করুন
  • নোটে মোবাইল নাম্বার অথবা প্রয়োজনীয় তথ্য লিখে রাখতে পারবেন

বাকি হিসাব রাখতে পার্টিকুলারে ক্যাশ এর জায়গায় যাকে দিচ্ছেন তার লেজার নির্বাচন করুন

ব্যালেন্স রিপোর্ট দেখার পদ্ধতি

বর্তমান ব্যালেন্স এবং কমিশন হিসাব রিপোর্টগুলো অনেকভাবে দেখতে পারবেন । সকল রিপোর্ট মাসিক এবং যে কোন দিনে থেকে দিনের দেখতে পারবেন

  • রিপোর্ট থেকে ব্যান্সে শীটে দেখতে পারবেন
  • সকল লেজার থেকে দেখতে পারবেন

মাস ভিত্তিক এবং সকল লেনদেনগুলো আরো বিস্তারত দেখতে লেজারে ক্লিক করুন

Leave a Reply