ডাটা সিকিউরিটি এবং গোপনীয়তা

  • আমরা আপনার তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তা  গুরুত্ব সহকারে গ্রহণ করি। আমরা তথ্য এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে আপনার আর্থিক লেনদেন তথ্য সুরক্ষিত রাখি।  
  • আমাদের রয়েছে দুই স্তর ডাটা রিকভারি পদ্ধতি যা কখনো কোন হ্যাকিং দ্বারা  হিসাবে ক্ষতি করা সম্ভব নয় (অভয় সফট এর উদ্ভাবনী ডাটা সংরক্ষন পদ্ধতি)
  • অভয় লেনদেন এ এন্ট্রি কৃত সকল তথ্য 256-বিট SSL এনক্রিপশন দ্বারা সুরক্ষিত । আপনার ব্রাউজারের লক আইকনটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন অভয় লেনদেন এ আপনার ব্যবসার সবকিছু তথ্য থাকে সুরক্ষিত এবং নিরাপদ 
  • অভয় লেনদেন কখনোই আপনার এন্ট্রিকৃত লেনদেন তথ্য সম্পর্কে অবগত নয়
  • অভয় লেনদেন কখনোই কোন ব্যবসার লেনদেন তথ্য ব্যবহার বা পর্যালোচনা করে না । অভয় লেনদেন আপনার ব্যবসায়ীক লেনদেন এ একসেস রাখে না । অভয় লেনদেন শুধুমাত্র আপনার ব্যবসায়ীক লেনদেন হিসাবে একমাত্র আপনার এবং আপনার দ্বারা যুক্ত ব্যবহারকারীর একসেস নিশ্চিত করে ।
  • অভয় লেনদেন এ আপনার সকল তথ্য এনক্রিপ থাকে ফলে কারো পক্ষে আপনার তথ্য সম্পর্কে সঠিক তথ্য  জানা সম্ভব না
  • অভয় লেনদেন সয়ংক্রিযভাবে প্রতিদিনের ব্যকআপ সুরক্ষিত ক্লাউড স্টোরেজ এ সংরক্ষন করে এবং অফলাইনে সুরক্ষিত ডাটা স্টোরেজ এ নিরাপদে সংরক্ষিত রাখে
  • অভয় লেনদেন কোন তৃতীয়পক্ষের সঙ্গে কোন প্রকার তথ্য শেয়ার করে না 
  • অভয় লেনদেন এ পাসওয়ার্ড ছাড়া লগইন করা সম্ভব নয় । আপনার পাসওয়ার্ড দিয়েই একমাত্র আপনার হিসাবে প্রবেশ করা সম্ভব  । তাই পাসওয়ার্ড অন্যের কাছে শেয়ার করবেন না ।
  • আপনার এন্ট্রি কৃত ব্যবসার হিসাব নিকাশ – অভয় লেনদেনে কর্মরত কর্মীরা কখনোই দেখতে পারবেন না। তারা শুধুমাত্র তখনেই দেখতে পারবেন, যখন আপনি আপনার লগইন তথ্য শেয়ার করবেন । 
  • লেনদেনে কর্মরত কর্মীরা শুধু মাত্র আপনার ব্যবসার নাম, ঠিকানা, মোবাইল নং, কি কি ফিচার ব্যবহার করছেন এবং ফিচার ফি প্রদান  তথ্যগুলো শুধুমাত্র দেখতে পারে

ব্যবসার হিসাব কিভাবে সিকিউর রাখবেন

  • আপনার লগইন পাসওয়ার্ড সর্বনিম্ম ৮ সংখ্যা বা ততোধিক সংখ্যা এবং সঙ্গে ছোট হাতের এবং বড় হাতে ইংরেজি অক্ষর ব্যবহার করুন  । সংগে কিছু চিহ্ন অক্ষর ব্যবহার করলে আরো ভাল
  • পাসওয়ার্ড আপনার মোবাইল , জন্ম তারিখ ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন
  • আপনার পাসওয়ার্ড কারো সঙ্গে শেয়ার করবেন না
  • প্রতিদিনের হিসাব শেষে সকল লেজার (All Ledgers ), সকল প্রোডাক্ট (All Products) এর পিডিএফ (PDF) অথবা প্রিন্ট কপি সংরক্ষন করবেন  
  • নিয়মিত প্রয়োজনীয় সকল রিপোর্ট সংরক্ষন PDF সংরক্ষণ করুন
  • প্রতিদিনের ব্যকআপ প্রতিদিন রাখুন – রিপোর্ট ব্যকআপ এবং ডাটাবেজ ব্যকআপ । প্রতিদিনের হিসাব শেষে ব্যকআপে ক্লিক করে ব্যকআপ সংরক্ষণ রাখুন
  • কম্পিউটারে লগইন তথ্য দেওয়ার পূর্বে ‍উপরের avoylenden.com সঠিক আছে কিনা দেখে নিবেন ।
  • কখনো ফেসবুক মেসেজ লিংকে ক্লিক করে লগইন তথ্য দিবেন না
  • আমাদের প্রদত্ত মোবাইল অ্যাপ ব্যথিত লগইন তথ্য প্রদান করবেন না
  • অন্য ওয়েবসাইটে ব্যবহ্রত পাওয়ার্ড এখানে অথবা অভয় লেনদেনে ব্যবহ্রত পাসওয়ার্ড অন্য  ওয়েবসাইটে ব্যবহার করা থেকে বিরত থাকুন
  • হোয়াটস অ্যাপ কিংবা ফেসবুক মেজেস এ কখনো পাসওয়ার্ড শেয়ার করবেন না
  • ইউজার যুক্ত করার সময় বিবেচনা করে পারমিশন অন-অফ রাখবেন

ডাটা ব্যকআপ রাখা এবং ব্যবহার পদ্ধতি

  • আমাদের দুই ধরনের ব্যকআপ ব্যবস্থা রয়েছে ।
    • ডাটাবেজ ব্যকআপ
    • রিপোর্ট ব্যকআপ

রিপোর্ট ব্যকআপ – এই ব্যকআপ এ আপনার সকল হিসাবগুলো দৈনিক, মাসিক, বাৎসরিক ভিত্তিতে রিপোর্টগুলো পিডিএফ (PDF) অথবা প্রিন্ট সংরক্ষণ রাখতে পারবেন । যা দেখতে সাধারণ হিসাব খাতার মতই । সাধরন হিসাব খাতার মত হওয়ায় আপনি আপনার হিসাবগুলো সহজেই বুঝতে পারবেন

ডাটাবেজ ব্যকআপ – ডাটাবেজ ব্যকআপে আপনার সকল প্রকার ডাটা ব্যাকআপ থাকে । এটি সাধারন মানুষের বোঝার ‍উপায় নেই । এই ব্যকআপ ফাইল টি ব্যবহার করে আপনি আপনার হিসাবগুলো অভয় লেনদেন এ যে কোন সময় রিস্টোর করে নিতে পারবেন  । প্রতিদিনের ব্যকআপ রাখার কারনে আপনার হিসাব কখনো হারাবে না।