
নিচের চ্যাট আইকনে ক্লিক করুন
অথবা
নিচে আপনার প্রশ্নের উত্তর খুজুন
সচারাচর প্রশ্ন ও উত্তর
অফ লাইনে ব্যবহার করা যায় কি ?
না, আমাদের সফটওয়্যারটি সম্পূর্ণ অন লাইন ভিত্তিক ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং একই সঙ্গে মোবাইল, ট্যাব ও কম্পিউটারে ব্যবহার করতে পারবেন ।
অভয় লেনদেন কি আজীবন ফ্রি ব্যবহার করা যায় ?
হ্যা । একক ব্যবহারকারী একটি মাত্র ব্যবসা অথবা ব্যক্তিগত হিসাব আজীবন ফ্রি ব্যবহার করতে পারবেন । যে কোন সময় পেমেন্ট এর মাধ্যমে বিজনেস প্যাকেজ এর সুবিধা সংযুক্ত কতে পারবেন (প্যাকেজ বিস্তারিত দেখুনন )
অভয় লেনদেন কি ব্যক্তিগত হিসাবের জন্য ব্যবহার করা যাবে ?
হ্যা । আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে , অভয় লেনদেন অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করে ব্যক্তিগত আয় ব্যয়, সম্পদ ও দায়ভার হিসাবগুলো সংরক্ষন করা যায় খুব সহজেই ।
একাধিক ব্যবসার হিসাব করা যায় কি ?
হ্যা । অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যারে একাধিক ব্যবসার হিসাব রাখা যায় ও পরিচালনা করা যায় ( অভয় লেনদেন ফিচার দেখুন)
একাধিক ব্যবহারকারী দ্বারা ব্যবহার করা যায় কি ?
হ্যা, একাধিক ব্যবহারকারী দ্বারা ব্যবহার করা যায় এবং প্রত্যেক ব্যবহারকারীর ব্যবহার নিয়ন্ত্রন করতে পারবেন । ব্যবহারকারীকে যে পারমিশন দিবেন সে শুধু সেই কাজ গুলো করতে পারবে ।
একাধিক শোরুমের হিসাব করা যাবে কি ?
হ্যা । অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যারে আপনি আনলিমিটেড শোরুম বা ব্যবসার হিসাব নিকাশ করতে পারবেন । একাধিক ব্যবহারকারী নিয়ন্ত্রন করতে পারবেন
প্রয়োজনে নতুন অপশন যুক্ত করে নেওয়া যাবে কি ?
হ্যা। আপনাদের প্রয়োজনীয়তা সমাধান করা এবং আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ । যদি মনেকরেন যে আপনার অরো কিছু অপশন প্রয়োজন বা আমাদের সফটওয়ারে আরো কিছু অপশন যুক্ত করা প্রয়োজন , আমাদেরকে জানালে তা আপডেট করার জন্য আমাদের ডেভলোপারগণ সবসময় প্রস্তুত । এছাড়াও আমাদের নিয়মিত আপডেট সবসময় চলমান রয়েছে । (কাস্টমাইজেশনের জন্য অনুরোধ করুন )
শেয়ার পার্টনারদের সঙ্গে হিসাব শেয়ার করতে পারবো কি ?
হ্যা । শেয়ার পার্টনারদের সঙ্গে খুব সহজেই ব্যবসার হিসাব নিকাশ ও তথ্য শেয়ার করতে পারবেন । শেয়ার পার্টনারগণ নিজ নিজ একাউন্ট থেকে ব্যবসার হিসাব দেখতে পারবেন । শেয়ার হোল্ডারদের ব্যবহারের সীমাবদ্ধতা নিয়ন্ত্রন করতে পারবেন
স্টক হিসাব রাখা যাবে কি ?
হ্যা, এবং খুব সুন্দর ভাবে স্টক হিসাবগুলো রাখতে পারবেন । যে কোন সময়ে এক ক্লিকে স্টক হিসাব দেখতে পারবেন, প্রিন্ট ও পিডিএফ এ সংরক্ষন করতে পারবেন । একই প্রোডাক্টের হিসাব একাধিক ইউনিটে দেখতে পারবেন যেমন- ৫বস্তা ১০কেজি । সিম্পিল ইউনিট ও কম্পাউন্ড ইউনিট এবং মাল্টি ইউনিট ব্যবহারের সুবিধা । যেমন-কেজি,বস্তা,৫০কেজির বস্তা,২৫ কেজির বস্তা,১০ পিচের প্যাকেট ইত্যাদি ।
প্যাকেজ
প্যাকেজ এর মেয়াদ শেষ হলে কি হবে ?
প্যাকেজ এর মেয়াদ শেষ হলে , আপনি শুধুমাত্র নতুন এন্ট্রি, আপডেট, ডিলিট করতে পারবেন না । এছাড়া পূর্বের তথ্য সবসময় দেখতে ও প্রিন্ট করতে পারবেন এবং অন্যান্য সকল কিছু অপশন ব্যবহার করতে পারবেন । যখন প্যাকেজ মূল্য পরিশোধ করবেন তখন থেকে আবার নতুন এন্ট্রি দিতে পারবেন । যখন প্যাকেজ মূল্য পরিশোধ করবেন তখন থেকে যতদিনের জন্য মূল্য পরিশোধ করবেন , তখন থেকে ততদিন মেয়াদ যুক্ত হবে ।
লেনদেন রিপোর্ট
স্টক হিসাব রাখা যাবে কি ?
হ্যা, এবং খুব সুন্দর ভাবে স্টক হিসাবগুলো রাখতে পারবেন । যে কোন সময়ে এক ক্লিকে স্টক হিসাব দেখতে পারবেন, প্রিন্ট ও পিডিএফ এ সংরক্ষন করতে পারবেন । একই প্রোডাক্টের হিসাব একাধিক ইউনিটে দেখতে পারবেন যেমন- ৫বস্তা ১০কেজি । সিম্পিল ইউনিট ও কম্পাউন্ড ইউনিট এবং মাল্টি ইউনিট ব্যবহারের সুবিধা । যেমন-কেজি,বস্তা,৫০কেজির বস্তা,২৫ কেজির বস্তা,১০ পিচের প্যাকেট ইত্যাদি ।