অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যারে লেজার তৈরি করা খুব সহজ। যে কোন ব্যবহার কারি তার ব্যবসার ধরন অনুযায়ী সকল লেজার তৈরি করতে পারবেন।
- কাস্টমার/ গ্রাহকের লেজার তৈরির করতে বাম পাশের লেজার মেনুতে নতুন লেজারে ক্লিক করুন
- এরপর কাস্টমার/ গ্রাহকের পাশের তীর চিহ্ন বাটনে ক্লিক করুন

- কাস্টমার/ গ্রাহকের নাম লিখুন তার বর্তমান জের ও প্রয়োজনীয় তথ্য লিখুন
- সেভ করুন

এভাবে সকল কাস্টমার/ গ্রাহকের লেজার গুলো তৈরি করে নিন। লেজার গুলো গুরুপ ভিত্তিক ভাবে ও সাজিয়ে নিতে পারবেন।
ব্যাংক হিসাবের লেজার তৈরির পদ্ধতি?
- ব্যাংক হিসাবের লেজার তৈরির করতে বাম পাশের লেজার মেনুতে নতুন লেজারে ক্লিক করুন,
- এরপর চলতি সম্পদের নিচে ব্যাংক হিসাবের পাশে তীর চিহ্ন বাটনে ক্লিক করুন
- ব্যাংকের নাম লিখুন, জের বা ওপেনিং ব্যালেন্স দিন, ও অন্যান্য তথ্য লিখুন, সেভ করুন
- এভাবে সকল ব্যাংকের লেজার গুলো তৈরি করে নিন, লেজার গুলো গুরুপ ভিত্তিক ভাবে ও সাজিয়ে নিতে পারবেন।

সাপ্লায়ারের লেজার তৈরির পদ্ধতি?
- সাপ্লায়ারের লেজার তৈরির করতে বাম পাশের লেজার মেনুতে নতুন লেজারে ক্লিক করুন
- এরপর দায়ভারের নিচে চলতি দায়ভারের ভিতরে সাপ্লায়ারের পাশে তীর চিহ্ন বাটনে ক্লিক করুন

সাপ্লায়ারের নাম লিখুন তার বর্তমান জের ও প্রয়োজনীয় তথ্য লিখুন সেভ করুন

এভাবে সকল সাপ্লায়ারের লেজার গুলো তৈরি করে নিন । লেজার গুলো গুরুপ ভিত্তিক ভাবে ও সাজিয়ে নিতে পারবেন
ব্যয়ের লেজার তৈরির পদ্ধতি?
ব্যয়ের লেজার তৈরির করতে বাম পাশের লেজার মেনুতে নতুন লেজারে ক্লিক করুন

এরপর ব্যয়ের নিচে পরক্ষ্য ব্যয়ের লেজার গুলো খুলতে পরক্ষ্য ব্যয়ের পাশে তীর চিহ্ন বাটনে ক্লিক করুন । এবং প্রতক্ষ্য ব্যয়ের লেজার গুলো খুলতে প্রতক্ষ্য ব্যয়ের পাশে তীর চিহ্ন বাটনে ক্লিক করুন

ব্যয়ের খাত লিখুন, সেভ করুন এভাবে সকল ব্যয়ের লেজার গুলো তৈরি করে নিন
লেজার গুলো গুরুপ ভিত্তিক ভাবে ও সাজিয়ে নিতে পারবেন
বকেয়া হিসাবের লেজার তৈরি পদ্ধতি?
- ডান পাশের মেনু থেকে লেজার বাটনে ক্লিক করুন ।
- তারপর নতুন লেজার এ ক্লিক করুন ।
- (Liabilities ) দায়ভার হিসাব নিচে চলতি দায়ভার এর সাথে যে তীর চিহ্ন আইকন আছে সেই তীর চিহ্ন আইকন ক্লিক করুন ।

লেজারের নাম লিখুন,জের থাকলে জের যুক্ত করুন । অন্যান্য তথ্য যুক্ত করুন তারপর, সেফ বাটনে ক্লিক করুন ।

এভাবে সকল বকেয়া হিসাবের লেজার গুলো তৈরি করে নিন । লেজার গুলো গুরুপ ভিত্তিক ভাবে ও সাজিয়ে নিতে পারবেন