স্টক হিসাব রাখা যাবে কি ?

হ‌্যা, এবং খুব সুন্দর ভাবে স্টক হিসাবগুলো রাখতে পারবেন । যে কোন সময়ে এক ক্লিকে স্টক হিসাব দেখতে পারবেন, প্রিন্ট ও পিডিএফ এ সংরক্ষন করতে পারবেন । একই প্রোডাক্টের হিসাব একাধিক ইউনিটে দেখতে পারবেন যেমন- ৫বস্তা ১০কেজি । সিম্পিল ইউনিট ও কম্পাউন্ড ইউনিট এবং মাল্টি ইউনিট ব‌্যবহারের সুবিধা । যেমন-কেজি,বস্তা,৫০কেজির বস্তা,২৫ কেজির বস্তা,১০ পিচের প‌্যাকেট ইত‌্যাদি ।