একটি অভয় সেবা
অভয় লেনদেন এ হিসাব রাখা খুব সহজ
নিচে পদ্ধতিগুলো দেখতে ট্যাপ / ক্লিক করুন
অভয় লেনদেন এ দুই ধরনের ইউনিট ব্যবস্থা রয়েছে ১. সিম্পিল (Simple) ২. কম্পাউন্ড (Compound)
সিম্পিল ইউনিট যেমন - গ্রাম, কেজি, লিটার,গজ, ইঞ্চি, ফুট, কিলো, মন,বস্তা, ব্যাগ, প্যাকেট, ড্রাম, ডরজন, বান্ডিল, পিস, টন ইত্যাদি
ইউনিটের নাম (Unite Name) এর ঘরে ইউনিটের নাম লিখুন এবং সেভ করুন ।
আপনার সিম্পিল ইউনিট তৈরি হয়ে গেল । নিচে সকল ইউনিটের তালিকা দেখতে পাবেন । পরিবর্তন এবং ভুল সংশোধন করতে পারবেন
কম্পাউন্ড ইউনিট যেমন - ২৫ কেজির বস্তা, ৬৫ কেজির বস্তা, ১৮৫ লিটারের ড্রাম, ১২ পিসের ডরজন, ১০০ প্যাকেটের বান্ডিল ইত্যাদি
১. প্রথমে ছোট ইউনিট নির্বাচন করুন
২. পরে বড় ইউনিট নির্বাচন করুন
৩. তারপর ছোট থেকে বড় ইউনিট এর পার্থক্য কত তা লিখুন । যেম ৫০ কেজির বস্তার জন্য ৫০ লিখুন । ৬৫ কেজির বস্তার জন্য ৬৫ লিখুন । ১৮৫ লিটার ড্রামের জন্য ১৮৫ লিখুন ইত্যাদি
৪. সেভ করুন । নিচের তালিকায় দেখতে পাবেন
সাধারণভাবে প্রয়োজনীয় সকল লেজার গ্রুপ গুলো তৈরি করাই আছে অ্যাকাউন্ট চার্ট(Chart of Account) দেখুন । প্র্রয়োজন অনুযায়ী বাংলা ও অন্যান্য ভাষায় পরিবর্তন করে নিতে পারবেন । এখানে দুটি বিষয় রয়েছে - ১. লেজার গ্রুপ ২. লেজার । অনেক লেজারকে একসঙ্গে গ্রুপে রাখাতে পারবেন এবং হিসাবগুলো গ্রুপ ভিত্তিক করতে পাবেন ।
অভয় লেনদেন এ ৮ ধরনের ভাউচার এন্ট্রি রয়েছে । যেমন - বিক্রয় ভাউচার, ক্রয় ভাউচার, বিক্রয় ফেরত, ক্রয় ফেরত, রিসিপ্ট, পেমন্ট, জার্নাল , স্টক জার্নাল
সাধরনত কয়েক ভাবে বিক্রয় হয়ে থাকে, যেমন - ক্যাশ টাকায় বিক্রয় , বাকীতে বিক্রয়, ব্যাংক পেমেন্ট অথবা চেক নেওয়ার মাধ্যেমে বিক্রয় । অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যারে সবধরনের বিক্রয় এন্ট্রি খুব সহজেই করতে পারবেন ।
১. প্রথমে ক্যাশ / কাস্টমার/ ব্যাংক হিসাব নির্বাচন করুন - যদি ক্যাশ টাকায় বিক্রয় করেন, তাহলে ক্যাশ লেজার নির্বাচন করুন । যদি বাকীতে বিক্রয় করেন - কাস্টমার লেজার নির্বাচন করুন । যদি ব্যাংকে টাকা অথবা চেক নিয়ে বিক্রয় করলে ব্যাংক হিসাব নির্বাচন করুন।ভাউচারটি প্রিন্ট করতে পারবেন , পিডিএফ এ সংরক্ষন করতে পারবেন এবং ইমেইল পাঠাতে পারবেন। বিক্রয় রিপোর্ট দেখতে রিপোর্ট মেনুতে - লাভ-ক্ষতি ক্লিক করুন । আরো বিস্তারিত দেখতে বিক্রয় হিসাবের লিংকে ক্লিক করুন ।
সাধরনত কয়েক ভাবে ক্রয় হয়ে থাকে, যেমন - ক্যাশ টাকায় ক্রয় , বাকীতে ক্রয়, ব্যাংক পেমেন্ট অথবা চেক প্রদানের মাধ্যেমে বিক্রয় । অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যারে সবধরনের ক্রয় এন্ট্রি খুব সহজেই করতে পারবেন ।
১. প্রথমে ক্যাশ / সাপ্লায়ার / ব্যাংক হিসাব নির্বাচন করুন - যদি ক্যাশ টাকায় ক্রয় করেন, তাহলে ক্যাশ লেজার নির্বাচন করুন । যদি বাকীতে ক্রয় করেন - সাপ্লায়ার লেজার নির্বাচন করুন । যদি ব্যাংকে টাকা অথবা চেক দিয়ে বিক্রয় করলে ব্যাংক হিসাব নির্বাচন করুন।ভাউচারটি প্রিন্ট করতে পারবেন , পিডিএফ এ সংরক্ষন করতে পারবেন এবং ইমেইল পাঠাতে পারবেন। ক্রয় রিপোর্ট দেখতে রিপোর্ট মেনুতে - লাভ-ক্ষতি ক্লিক করুন । আরো বিস্তারিত দেখতে ক্রয় হিসাবের লিংকে ক্লিক করুন ।
আরো বিস্তারিতভাবে জানতে আমাদের হেল্প সেন্টার ভিজিট করুন অথবা ভিডিও দেখুন ইউটিউব
টিউটোরিয়াল দেখে বুঝতে পারছেন না । আমাদের সাথে সরাসরি কথা বলুল লাইভ চ্যাটিং অথবা মোবাইলে