বাম পাশের ভাউচার মেনু থেকে জার্নালে ক্লিক করুন
প্রথমে ডেবিটের ঘরে
ক্যাশ টাকায় বিক্রয় করলে ক্যাশ হিসাব, বাকিতে বিক্রয় করলে কাস্টমার বা গ্রাহক হিসাব। ব্যাংকে টাকা অথবা চেক প্রদানের মাধ্যমে বিক্রয় করলে, ব্যাংক হিসাব লেজারটি নির্বাচন করুন। টাকার পরিমান লিখুন তালিকায় যুক্ত করুন।
লেজার তৈরি করা না থাকলে নতুন লেজার বাটনে ক্লিক করে লেজার তৈরি করে নিতে পারবেন।
এরপর
ক্রেডিটের ঘরে বিক্রয় A/C নির্বাচন করুন
টাকার পরিমান লিখুন তালিকায় যুক্ত করুন।
মনে রাখবেন, ডেবিট টাকার পরিমান এবং ক্রেডিট টাকার পরিমান সমান হতে হবে।
ভাউচারটি প্রিন্ট করতে পারবেন , পিডিএফ এ সংরক্ষন করতে পারবেন এবং ইমেইল পাঠাতে পারবেন।
বিক্রয় রিপোর্ট দেখতে রিপোর্ট মেনুতে -লাভ-ক্ষতি ক্লিক করুন । আরো বিস্তারিত দেখতে বিক্রয় হিসাবের লিংকে ক্লিক করুন । এবং প্রতিদিনের বিক্রয় এন্ট্রি গুলো দেখতে ডেবুকে ক্লিক করুন