হাতের মুঠোয় ব্যবসার হিসাব কে না চায় আর সেটা যদি হয় আপনার হাতে থাকে মোবাইল বা স্মার্টফোন । মোবাইল বা স্মার্টফোন ব্যবহার করে খুব সহজেই ব্যবসার লেনদেন হিসাবগুলো রাখা যায়।
মোবাইলে ব্যবসার হিসাব রাখার পদ্ধতি:
মোবাইলে ব্যবসার হিসাব রাখার পদ্ধতি খুব সহজ ও সিম্পিল। মোবাইলে ব্যবসার হিসাব রাখার জন্য প্রথমত, আপনার মোবাইলে দুতরফা দাখিলা একাউন্টিং সফটওয়্যার মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিবেন । অ্যাপটি ডাউনলোড শেষে ইনস্টল করে নিন। তারপর একাউন্ট তৈরি করে নিন। অ্যাকাউন্ট তৈরি করার পর নিচের ধাপগুলো অনুসরণ করুন।
প্রথম ধাপ
প্রোডাক্ট যুক্ত (স্টক হিসাবের জন্য) : প্রথমে পরিমাপের ইউনিট ও ক্যাটেগরি তৈরি করে নিন তারপর প্রোডাক্টগুলো সফটওয়্যারে যুক্ত করুন । যুক্ত করার সময় সম্ভাব্য ক্রয় মুল্য ও বিক্রয় মূল্য দিন। ( স্টক হিসাব রাখতে না চাইলে এরিয়ে চলুন )
লেজার তৈরি :কাস্টমার , সাপ্লায়ার , ব্যাংক হিসারের লেজার, আয়-ব্যয় খাতের লেজার গুলো তৈরি করে নিন। (লেজারগুলো ভাউচার এন্ট্রি করার সময়ও তৈরি করতে পারবেন)
দ্বিতীয় ধাপ
ভাউচার এন্ট্রি : এরপর প্রতিদিনের ক্রয় বিক্রয় লেনদেন এন্ট্রি শুরু করুন । যে তারিখ থেকে এন্ট্রি শুরু করবেন, সেই তারিখের প্রাম্ভিক স্টক হিসাব এবং লেজারগুলোর জের ধীরে ধীরে আপডেট করে নিন
রিপোর্ট থেকে ক্রয়-বিক্রয়, আয়-ব্যয়, লাভ-ক্ষতি, স্টক হিসাব, দেনা ও পাওনা হিসাব, ব্যাংক হিসাব ইত্যাদি হিসাবগুলো দেখুন এক ক্লিকে
ব্যবসার হিসাব রাখার জন্য খুব ভালো মানের ও ইউজার ফ্রেন্ডলি দুতরফা দাখিলা পদ্ধতি মোবাইল অ্যাপ হ্যালো অভয় লেনদেন।
অভয় লেনদেন:
ব্যবসার হিসাবকে করে সহজ ও নমনীয়
আধুনিক, বিজ্ঞানসম্মত দুতরফা দাখিলা একাউন্টিং সফটওয়্যার (Accounting Software) ও এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং সফটওয়্যার (ERP)
https://avoylenden.com/
অভয় লেনদেন শেখা একদম সহজ এবং ব্যবহার করা সবার জন্য খুব সহজ । আপনি যেভাবে আপনার ব্যবসার হিসাব রাখতে পছন্দ করেন , অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যারে ঠিক সেইভাবেই হিসাব রাখতে পারবেন এবং আপনার ব্যবসার প্রতিবেদনগুলো আপনার পছন্দ মতই পাবেন ।
মোবাইলে ব্যবসার হিসাব রাখার সুবিধা:
যখন খুসি তখনই ব্যবসার হিসাব দেখা যায় । ব্যবসার হিসাব থাকে সব সময় হাতের মুঠোয়। খুব সহজে যেকোনো সময় যে কোন খানে ব্যবসার সার্বিক অবস্থা দেখা যায়।প্রতিদিনের লাভ-ক্ষতি, আয় ব্যয়,, ক্রয় বিক্রয় স্টক হিসাবগুলো দেখা যায় মাত্র কয়েক ক্লিকে। প্রতিদিনের লাভ-ক্ষতি,ও স্টক হিসাবগুলো জানার কারণে ব্যবসার সার্বিক ব্যবস্থা সম্পর্কে অবগত থাকা যায়। ব্যবসার হিসাব হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার ভয় থাকে না। হাতের মুঠোয় ব্যবসা হিসাব থাকার কারণে সাপ্লাইয়ার কাস্টমার ও ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিগণের সঙ্গে ব্যবসার সকল হিসাব তথ্য যেকোনো সময় প্রয়োজন অনুযায়ী শেয়ার করা যায় । এতে করে ব্যবসায়িক সম্পর্ক গুলো আরো মজবুত হয় এবং ব্যবসার উন্নতির গতিকে ত্বরান্বিত করে। ব্যবসার হিসাবে স্বচ্ছতা থাকে, মানুষের মনের রাস্তার দৃঢ় বিশ্বাস হয় ব্যবসায়িক হিসাবে স্বচ্ছতা থাকে
- মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে আর্থিক ঘটনাসমুহ নিভূল ভাবে নির্দিষ্ট হিসাবে লিপিবদ্ধ করা যায় ।
- লেনদেন হিসাবগুলোকে খুব সহজে বিভিন্ন শ্রেনীতে বা গ্রুপ পদ্ধতিতে সাজানো যায় এবং প্রতিবেদনগুলো শ্রেনীভিত্তিক বা গ্রুপ ভিত্তিক পাওয়া যায় ।
- হিসাবের শ্রেনী বা গ্রুপ বিশ্লেষন করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রীক ফলাফল ও আর্থিক অবস্থা নিরুপন করা য়ায় কয়েক ক্লিকে
- ব্যবসার ভাউচার ও প্রতিবেন গুলো যে কোন সময় প্রিন্ট, PDF ফরমেটে সংরক্ষন ও ইমেল পাঠানো যায়
- প্রতিটি লেনদেন হিসাব যে কোন সময় প্রিন্ট, PDF ফরমেটে সংরক্ষন ও ইমেল পাঠানো যায়
প্রতিটি লেনদেন এর নোটিফিকেশন পাওয়া যায় - প্রতিটি লেনদেন হিসাব নির্ভুল ও সঠিক হিসাব লিপিবদ্ধ করা যায়
- খুব কম সময়ে দৈনিক হিসাবের কাজগুলো শেষ করা যায়
- একই হিসাব কখনো একাধিক বার করতে হয় না
- প্রয়োজনে লেনদেনের তথ্য খুব সহজেই পরিবর্তন করা যায়
- হিসাবের ভুল ত্রুটি নিরুপনের সময় ও শ্রম দিতে হয় না
- খুব সহজে, যে কোন সময় , যে কোন খানে ব্যবসার সার্বিক অবস্থা দেখা যায়
- খুব সহজে যে কোন সময়ের লেনদেন অবস্থা কয়েক ক্লিক এর মাধ্যমে জানা যায়
- পূর্বের ব্যবসায়ীক অবস্থা এবং বর্তমান ব্যবসার অবস্থার পার্থক্যগুলো কয়েক ক্লিক এর মাধ্যমে জানা যায় । পূর্বের ও বর্তমান অবস্থার মধ্যে তুলনা ও পার্থক্য করা যায়
মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে খুব কম সময়ে ব্যবসার লেনদেন হিসাব করা যায়
হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার প্রয়োজন হয় না
ব্যবসার সকল লেনদেন তথ্য প্রিন্ট করে কাগজে সংরক্ষন এবং Export এর মাধ্যমে পিডিএফ (PDF) ও Excel ফরমেট সফটকপি নিজস্ব সুরক্ষিত স্টোরেজ ডিভাইজ যেমন পেনড্রাইভ, হার্ডডিক্স এ সংরক্ষন করতে পারবেন
বিস্তারিত জানতে বা ব্যবহার শুরু করতে নিচের লিংকে ক্লিক করুন
www.avoylenden.com