বিক্রয় এন্ট্রি দেওয়ার পদ্ধতি

You are currently viewing বিক্রয় এন্ট্রি দেওয়ার পদ্ধতি
বিক্রয় এন্ট্রি দেওয়ার পদ্ধতি অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার

বিক্রয় এন্ট্রি করতে, বাম পাশের ভাউচার মেনু থেকে, বিক্রয় ভাউচারে  ক্লিক করুন

বিক্রয় এন্ট্রি দেওয়ার পদ্ধতি | অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার

ক্যাশ টাকায় বিক্রয় করলে, ক্যাশ হিসাব, বাকিতে বিক্রয় করলে, কাস্টমার হিসাব, এবং ব্যাংকে বিক্রয় করলে, ব্যাংক হিসাব লেজারটি নির্বাচন করুন। 

তারপর প্রোডাক্ট নির্বাচন করুন, পরিমান লিখুন, দাম লিখুন তালিকায় যুক্ত করুন ।

এভাবে যতোগুলো, প্রাডাক্ট যুক্ত করতে চান যুক্ত করুন

বিশেষ ছাড় দেওয়ার পদ্ধতি?

বিক্রয়ের সময় বিশেষ ছাড় দেওয়ার পদ্ধতি

বিক্রয়ের সময় বিশেষ ছাড়, অথবা অন্যান্য, যেমন পরিবহন চার্জ, সিপিং চার্জ ইত্যাদি যুক্ত করতে, 

অন্যান্যতে ক্লিক করুন। অন্যান্য পার্টিকুলারে, পরোক্ষ ব্যয় বা আয়ের লেজারটি নির্বাচন করুন। টাকার পরিমান লেখার সময় (-) বিয়োগ চিহ্ন সামনে লিখুন , তাহলে মূল টাকা থেকে কমে যাবে । 

আর মুল টাকার সঙ্গে যোগ করতে শুধু টাকা পরিমান লিখুন।  তালিকায় যুক্ত করুন।

রিসিপ্ট এন্ট্রি করার পদ্ধতি?

বিক্রয়ের সময় টাকা রিসিপ্ট এন্ট্রি করার পদ্ধতি

বিক্রয়ের সময় যদি কাস্টমারকে কিছু টাকা প্রদান করেন, তাহলে রিসিপ্টে ক্লিক করুন,

ক্যাশে রিসিপ্ট করলে ক্যাশ হিসাব, ব্যাংকে রিসিপ্ট করলে ব্যাংক হিসাব লেজারটি নির্বাচন করুন, টাকার পরিমাণ লিখুন, তালিকায় যুক্ত করুন।

ভাউচারটি প্রিন্ট করতে পারবেন , পিডিএফ এ সংরক্ষন করতে পারবেন এবং ইমেইল পাঠাতে পারবেন।

বিক্রয় এন্ট্রি দেওয়ার পদ্ধতি | অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার

বিক্রয় রিপোর্ট দেখতে রিপোর্ট মেনুতে – লাভ-ক্ষতি ক্লিক করুন । আরো বিস্তারিত দেখতে বিক্রয় হিসাবের লিংকে ক্লিক করুন। 

এবং প্রতিদিনের রিপোর্ট গুলো দেখতে, ডেবুকে ক্লিক করুন।

Leave a Reply