বকেয়া হিসাব রাখার পদ্ধতি

You are currently viewing বকেয়া হিসাব রাখার পদ্ধতি
বকেয়া হিসাব রাখার পদ্ধতি | অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার

বকেয়া হিসাব রাখার পদ্ধতি একদম সহজ ও সিম্পিল । অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যারে,বকেয়া হিসাব রাখার জন্য। জার্নাল এন্ট্রি করুন খুব সহজেই
ভাউচার থেকে জার্নালে ক্লিক করুন

প্রথমে ডেবিট এর ঘরে  বিদুৎ বিল লেজারটি নির্বাচন করুন । টাকার পরিমান লিখুন তালিকায় যুক্ত করুন।
এরপর
ক্রেডিট ঘরে ঐ বিদুৎ বিল (বকেয়া)  লেজারটি নির্বাচন করুন। টাকার পরিমান লিখুন। তালিকায় যুক্ত করুন।

মনে রাখবেন ডেবিট ক্রেডিট টাকার পরিমান সমান হবে।

বকেয়া হিসাব রাখার পদ্ধতি | অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার

ভাউচারটি প্রিন্ট করতে পারবেন , পিডিএফ এ সংরক্ষন করতে পারবেন এবং ইমেইল পাঠাতে পারবেন।

Leave a Reply