প্রোডাক্ট যুক্ত করার পদ্ধতি

You are currently viewing প্রোডাক্ট যুক্ত করার পদ্ধতি
প্রোডাক্ট যুক্ত করার পদ্ধতি
নতুন প্রোডাক্ট যুক্ত করার আগে অবশ্যই ইউনিট এবং ক্যাটাগরি তৈরি করে নিতে হবে
 

ইউনিট তৈরির পদ্ধতি?

বাম পাশের প্রোডাক্ট মেনু থেকে ইউনিটে ক্লিক করুন। সিম্পিল ইউনিটের ভিতরে আপনার ব্যবসার ধরন অনুযায়ী যেমন কেজি, লিটার, বস্তা, পিচ, মন, টন, মিটার, গজ, ফুট, ইঞ্চি, রোল, ব্যাগ, প্যাকেট, বান্ডিল ইত্যাদি ইউনিট যুক্ত করুন সেফ করুন।

ইউনিট তৈরি | অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার

কম্পাউন্ড ইউনিট তৈরির পদ্ধতি?

কম্পাউন্ড ইউনিটে ক্লিক করুন
কম্পাউন্ড ইউনিট তৈরির পদ্ধতি
ধরুন আপনি 40 কেজিতে ১ মন তৈরি করে নিবেন।
সেই ক্ষেত্রে ছোট ইউনিট হবে কেজি এবং বড় ইউনিট হবে মন এবং ৪০ কেজি হবে কনভারশন রেট ।
প্রথমে ছোট ইউনিট সিলেকশন করুন।
এরপর বড় ইউনিট সিলেকশন করুন।
কনভারশন রেট দিন সেভ করুন।
এইভাবে আপনি আপনার ব্যবসার ধরন অনুযায়ী কম্পাউন্ড ইউনিট তৈরি করে নিতে পারবেন।

ক্যাটাগরি তৈরির পদ্ধতি?

ক্যাটাগরি তৈরি করতে
বাম পাশের প্রোডাক্ট মেনু থেকে ক্যাটাগরিতে ক্লিক করুন
ক্যাটাগরি তৈরি | অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার
নতুন ক্যাটাগরি বাটনে ক্লিক করুন,
ক্যাটাগরির নাম লিখুন সেভ করুন,
এইভাবে প্রোডাক্টের ধরন অনুযায়ী ক্যাটাগরি গুলো তৈরি করে নিন

প্রোডাক্ট তৈরির পদ্ধতি?

প্রোডাক্ট তৈরি করতে বাম পাশের প্রোডাক্ট মেনু থেকে নতুন প্রোডাক্টে ক্লিক করুন।
নতুন প্রোডাক্ট যুক্ত করার পদ্ধতি? | অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার
প্রোডাক্টের নাম লিখুন, বর্তমান মজুদ পরিমাণ দিন, ইউনিট যুক্ত করুন, ক্রয় মূল্য দিন, বিক্রয় মূল্য দিন, ক্যাটাগরি যুক্ত করুন সেভ বাটনে ক্লিক করুন।
এইভাবে নতুন প্রোডাক্টগুলো যুক্ত করে নিন।

সকল প্রোডাক্ট দেখার পদ্ধতি?

সকল প্রোডাক্ট দেখতে বামপাশের প্রোডাক্ট মেনু থেকে সকল প্রোডাক্টে ক্লিক করুন

সকল প্রোডাক্ট দেখার পদ্ধতি | অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার
সকল প্রোডাক্ট দেখার পদ্ধতি | অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার
সকল প্রোডাক্টের বিক্রয় মূল্য স্টক/ মজুত পরিমান গুলো দেখা যাচ্ছে। আরো বিস্তারিত দেখতে যেকোন একটি প্রোডাক্টে ক্লিক করুন তারিখ অনুযায়ী কোন প্রোডাক্ট কত তারিখে বিক্রয় করেছেন কার কাছে বিক্রয় করেছেন সেই প্রোডাক্ট বিক্রয় করে প্রোফিট কত টাকা হয়েছে তাও দেখতে পারবেন
এই ভাবে সকল প্রোডাক্ট দেখতে পারবেন।

প্রেডাক্ট আপডেট ডিলিট পদ্ধতি?

প্রোডাক্ট আপডেট ও ডিলিট করতে
বাম পাশের প্রোডাক্ট মেনুতে আপডেট ডিলিটে ক্লিক করুন
প্রেডাক্ট আপডেট ডিলিট পদ্ধতি?​ | অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার
যে প্রোডাক্টের তথ্য আপডেট করতে চান, সেই প্রোডাক্টের কলম বাটনে ক্লিক করুন প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করুন আপডেট বাটনে ক্লিক করুন
যে প্রোডাক্টটি ডিলিট করতে চান সেই প্রোডাক্টের ডিলিট বাটনে ক্লিক করুন

Leave a Reply