জার্নাল ভাউচার এন্ট্রি

You are currently viewing জার্নাল ভাউচার এন্ট্রি
জার্নাল ভাউচার এন্ট্রি | অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার

প্রথমে জেনে নেওয়া যাক, কোন লেনদেন গুলোর সময় জার্নাল ভাউচার এন্ট্রি করবেন

  •  ক্যাশ থেকে ব্যাংকে টাকা নিলে।
  •  ব্যাংক থেকে ক্যাশে টাকা নিলে।
  • ব্যাংক থেকে ব্যাংকে টাকা নিলে
  • ব্যাংক  থেকে পেটি ক্যাশে টাকা নিলে। 
  • স্টক ছাড়া ক্রয় করলে 
  •  স্টক ছাড়া বিক্রয় করলে।
  • বকেয়া হিসাব রাখতে।
  • রিসিপ্ট এবং পেমেন্টে যে এন্ট্রি গুলো পড়ে না। এবং জার্নালে সকল এন্ট্রি গুলো দিতে পারবেন
জার্নাল ভাউচার এন্ট্রি | অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার

 ব্যাংক থেকে ক্যাশে কিভাবে টাকা নিবেন

বাম পাশের ভাউচার মেনুতে জার্নালে ক্লিক করুন অথবা ড্যাসবোর্ডের টপ মেনু থেকে  ভাউচার মেনু থেকে জার্নালে ক্লিক করুন।

  • প্রথমে ডেবিট এর ঘরে পেটি ক্যাশ হিসাব লেজারটি নির্বাচন করুন । 
  • লেজার তৈরি করা না থাকলে নতুন লেজার বাটনে ক্লিক করে, পেটি ক্যাশ লেজার তৈরি করে নিতে পারবেন।
  • টাকার পরিমান লিখুন তালিকায় যুক্ত করুন।

মনে রাখবেন ডেবিট টাকার পরিমান এবং ক্রেডিট  টাকার পরিমান সমান হতে হবে

জার্নাল ভাউচার প্রিন্ট অভয় লেনদেন

ভাউচারটি প্রিন্ট করতে পারবেন , পিডিএফ এ সংরক্ষন করতে পারবেন এবং ইমেইল পাঠাতে পারবেন।

জার্নাল ভাউচার এন্ট্রি | অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার

নতুন আর একটি জার্নাল ভাউচার এন্ট্রি করতে টিক মারকে ক্লিক করুন এভাবে যতগুলো জার্নাল ভাউচার এন্ট্রি দিতে চান দিতে পারবেন।

জার্নাল ভাউচার এন্ট্রির রিপোর্ট গুলো দেখতে, ডেবুকে ক্লিক করুন।

জার্নাল ভাউচার এন্ট্রি | অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যার

রিপোর্ট গুলো, প্রিন্ট করতে পারবেন পিডিএফএ সংরক্ষণ করতে পারবেন, এবং ইমেল পাঠাতে পারবেন। 

Leave a Reply