প্রথমে কাঁচামাল গুলো যুক্ত করে নিবেন
ইউনিট এবং কাঁচামালের ক্যাটাগরি তৈরি করে নিবেন
ইউনিট তৈরির পদ্ধতি?
ইউনিট তৈরি করতে
সিম্পিল ইউনিটের ভিতরে
ইউনিটের নাম লিখুন যেমন কেজি, বস্তা, লিটার, পিস, ডজন, বান্ডিল, মন, টোন, সেভ করুন
কম্পাউন্ড ইউনিট তৈরির পদ্ধতি ?
কম্পাউন্ড ইউনিট তৈরি করতে
কম্পাউন্ড ইউনিটে ক্লিক করুন
এরপর ছোট ইউনিট সিলেকশন করুন
এরপর বড় ইউনিট সিলেকশন করুন
কনভার্শন রেড দিন সেভ করুন
ধরুন আপনি 40 কেজিতে ১ মন তৈরি করে নিবেন।
সেই ক্ষেত্রে ছোট ইউনিট হবে কেজি এবং বড় ইউনিট হবে মন এবং ৪০ কেজি হবে কনভারশন রেট । এইভাবে আপনি কম্পাউন্ড ইউনিট তৈরি করে নিতে পারবেন।
ক্যাটাগরি তৈরির পদ্ধতি ?
ক্যাটাগরি তৈরি করতে
বাম পাশের প্রোডাক্ট মেনু থেকে ক্যাটাগরিতে ক্লিক করুন
এরপর
ক্যাটাগরিতে ক্লিক করুন
নতুন ক্যাটাগরি তৈরি করুন বাটনে ক্লিক করুন
ক্যাটাগরির নাম লিখুন সেভ করুন
এইভাবে সকল ক্যাটাগরি গুলো তৈরি করে নিন।
কাঁচামাল যুক্ত করার পদ্ধতি ?
বাম পাশের প্রোডাক্ট মেনু থেকে নতুন প্রোডাক্ট এ ক্লিক করুন
কাঁচামালের নাম লিখুন বর্তমান মজুদ পরিমাণ দিন ইউনিট নির্বাচন করুন ক্রয় মূল্য দিন বিক্রয় মূল্য দিন ক্যাটাগরি নির্বাচন করুন
এরপর সেভ বাটনে ক্লিক করুন
এইভাবে সকল কাঁচামাল গুলো যুক্ত করে নিন।
কাঁচামাল ক্রয়ের সময় ক্রয় এন্ট্রি হবে। এবং
কাঁচামাল ব্যবহারের সময় স্টক জার্নাল এন্ট্রি হবে।
কাঁচামাল ক্রয় এন্ট্রি দেওয়ার পদ্ধতি ?
কাঁচামাল ক্রয় করতে ভাউচার মেনু থেকে ক্রয় লেজার এ ক্লিক করুন। ক্যাশ ব্যাংক এবং সাপ্লায়ার লেজার নির্বাচন করুন।
প্রোডাক্ট এর নাম দিন, পরিমাণ দিন, ইউনিট দিন, দাম দিন এরপর তালিকায় যুক্ত করুণ বাটনে ক্লিক করুন
এভাবে সকল কাঁচামাল গুলো ক্রয় করতে পারবেন
প্রোডাক্ট উৎপাদন করতে যে কাঁচামাল গুলো ক্রয় করেছেন । সেগুলো কাঁচামালের অংশে এন্ট্রি করুন
কাঁচামাল ব্যবহার স্টক জার্নাল এন্ট্রির দেওয়ার পদ্ধতি ?
বাম পাশে ভাউচার মেনু থেকে স্টক জানালে ক্লিক করুন।
কাঁচামাল ব্যবহার/ব্যয় এর ঘরে
কাঁচামাল নির্বাচন করুন , পরিমাণ ও দাম লিখুন। তালিকায় যুক্ত করুন।
এভাবে সকল কাঁচামাল ব্যবহার বা ব্যয় গুলো তালিকায় যুক্ত করে নিন।
এবার উৎপাদনের ঘরে যে প্রোডাক্টটি উৎপাদন হয়েছে তার নাম লিখুন পরিমাণ দিন ইউনিট নির্বাচন করুন, দাম লিখুন, তালিকায় যুক্ত করুন বাটনে ক্লিক করুন।
কাঁচামাল স্টক রিপোর্ট দেখার পদ্ধতি ?
স্টক রিপোর্ট দেখতে
রিপোর্ট থেকে স্টকে ক্লিক করুন আরো বিস্তারিত জানতে কাঁচামাল ক্যাটাগরিতে ক্লিক করুন।
কাঁচামালের বিস্তারিত জানতে যেকোনো কাঁচামালে ক্লিক করুন। দেখতে পারছেন কাঁচামালটি কোন তারিখে কতটি ক্রয় করেছেন। কত পরিমান স্টকে আছে । স্টক থেকে কত পরিমান ব্যয় করেছেন। তাও দেখতে পারছেন।
এভাবে খুব সহজেই অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যারে কাঁচামাল হিসাব ও উৎপাদন হিসাব রাখা যায়।