একাউন্টিং সফটওয়্যার কি ?

You are currently viewing একাউন্টিং সফটওয়্যার কি ?
একাউন্টিং সফটওয়্যার

একাউন্টিং সফটওয়্যারকে বলা হয় ব্যবসার প্রাণ । ব্যবসার সাফল্যের চাবিকাঠি হল ব্যবসার সঠিক ও নির্ভুল হিসাব-নিকাশ । ব্যবসায় সঠিক ও নির্ভুল হিসাব-নিকাশ প্রস্তুত করে একাউন্টিং সফটওয়্যার

দু তরফা দাখিলা একাউন্টিং সফটওয়্যার কি?

একাউন্টিং সফটওয়্যার বলতে ব্যবসায় সঠিক ও নির্ভুল হিসাব-নিকাশ জন্য তৈরি বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন কে বুঝায় যা মানুষকে ব্যবসার হিসাব-নিকাশ পরিচালনা কাজে সহায়তা করে।

একাউন্টিং সফটওয়্যার এর ব্যবহার

প্রতিটি ব্যবসার জন্য হিসাব নিকাশ যেমন আবশ্যক তেমনি প্রতিটি ব্যবসার হিসাব নির্ভুল হিসাব রাখার জন্য একাউন্টিং সফটওয়্যার ব্যবহার করা আবশ্যক । ছোট ও মাঝারি যে কোন ধরনের ব্যবসায় ব্যবহার করা যায়। কম্পিউটার, ট্যাব ও মোবাইল থেকে ব্যবসার আর্থিক লেনদেন পরিচালনা ও নিয়ন্ত্রন করা যায়। একই সঙ্গে একাধিক শোরুমের হিসাব রাখা যায়। একই সফটওয়্যারে একাধিক ব্যবসার হিসাব পরিচালনা করা যায় । একাধিক ব্যবহারকারী দ্বারা ব্যবসার কার্যক্রম পরিচালনা করা যায় । একাউন্টিং সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে ব্যবসার সম্পদ হিসাব, দায়ভার হিসাব, আয় ও ব্যয়ের হিসাব গুলো, সঠিক ও নির্ভুল ভাবে রাখা যায় খুব সহজেই।

একাউন্টিং সফটওয়্যার এর গুরুত্ব

ব্যবসার হিসাবকে সহজ ও নমনীয় করে। ব্যবসার হিসাব নিয়ে চিন্তা না করে সম্পূর্ণ মনোযোগ ব্যবসার প্রসারে দেওয়া যায় । যা ব্যবসার সমৃদ্ধির গতিকে তরান্বিত করে।

একাউন্টিং সফটওয়্যার ব্যবহারের সুবিধা

  • একাউন্টিং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আর্থিক ঘটনাসমুহ নিভূল ভাবে নির্দিষ্ট হিসাবে লিপিবদ্ধ করা যায়
  • একাউন্টিং সফটওয়্যার ব্যবহার করে লেনদেন হিসাবগুলোকে খুব সহজে বিভিন্ন শ্রেনীতে বা গ‌্রুপ পদ্ধতিতে সাজানো যায় এবং প্রতিবেদনগুলো শ্রেনীভিত্তিক বা গ‌্রুপ ভিত্তিক পাওয়া যায় 
  • হিসাবের শ্রেনী বা গ‌্রুপ  বিশ্লেষন করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রীক ফলাফল ও আর্থিক অবস্থা নিরুপন করা য়ায় কয়েক ক্লিকে
  •  
  • প্রতিটি লেনদেন হিসাব নির্ভুল ও সঠিক হিসাব লিপিবদ্ধ করা যায়
  • খুব কম সময়ে দৈনিক হিসাবের কাজগুলো শেষ করা যায়
  • একাউন্টিং সফটওয়্যার ব্যবহার ফলে পূর্বের সকল হিসাবগুলো যে কোন সময়, প্রয়োজনে খুব 
  • সহজেই কয়েক ক্লিক এর মাধ্যমে দেখা যায়
  • একই হিসাব কখনো একাধিক বার করতে হয় না
  • প্রয়োজনে লেনদেনের তথ্য খুব সহজেই পরিবর্তন করা যায়
  • হিসাবের ভুল ত্রুটি নিরুপনের সময় ও শ্রম দিতে হয় না
  • ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ব্যাক্তিগনের সঙ্গে ব্যবসার সকল হিসাব তথ্য প্রয়োজন অনুযায়ী শেয়ার করা যায় । এতে ব্যবসায়ীক সম্পর্কগুলো আরো মজবুত হয় । এবং ব্যবসার উন্নতির গতিকে তরান্বিত করে । ব্যবসার হিসাবে স্বচ্ছতা থাকে । মানুষের মনে আস্থা বিশ্বাস দৃঢ় হয়
    ব্যবসায়ীক হিসাবে স্বচ্ছতা থাকে
  • খুব সহজে, যে কোন সময় , যে কোন খানে ব্যবসার সার্বিক অবস্থা দেখা যায়
  • ব্যবসার লাভ-ক্ষতি, স্টক হিসাবগুলো কয়েক ক্লিক এর মাধ্যমে বিস্তারিত জানা যায়
  • খুব সহজে যে কোন সময়ের লেনদেন অবস্থা কয়েক ক্লিক এর মাধ্যমে জানা যায়
  • পূর্বের ব্যবসায়ীক অবস্থা এবং বর্তমান ব্যবসার অবস্থার পার্থক্যগুলো কয়েক ক্লিক এর মাধ্যমে জানা যায় । পূর্বের ও বর্তমান অবস্থার মধ্যে তুলনা ও পার্থক্য করা যায় ।
  • ব্যবসায় বিভিন্ন প্রকার লেনদেন হিসাব লিপিবদ্ধ করে সংরক্ষন ও ফলাফল নির্নয় করা হয় । 
  • একাউন্টিং সফটওয়ার ব্যবহার করে কয়েক ক্লিক এর মাধ্যমে অতিদ্রুত এবং যে কোন সময় ব্যবসার সকল ধরনের লেনদেন হিসাব নির্ভূলভাবে পাওয়া যায় ।
  • প্রতিটি লেনদেনের বিস্তারিত তথ্য সহ লেনদেন হিসাব দেখা যায় ।
  • একাউন্টিং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে খুব কম সময়ে ব্যবসার লেনদেন হিসাব করা যায়
    নির্দিষ্ট যে কোন সময়ের আর্থিক কার্যাবলী জানা যায় । আর্থিক অবস্থার ফলাফল জানা যায় এবং ব্যবসায়ীক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেওয়া যায়
  • লেনদেন হিসাবে কোন ধরনের জাল বা জুয়াচুরি হলে উদঘাটন করা সহজ হয়
  • সর্বজনস্বীকৃত নীতিমালা অনুসরন করা হয়, একাউন্টিং সফটওয়্যারে প্রস্তুতকৃত আর্থিক বিবরণীসহ সকল বিবরনী সকলের নিকট গ্রহণযোগ্য
  • হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার প্রয়োজন হয় না
  • ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত প্রয়োজনীয় সঠিক তথ্য প্রদান করে
  • ব্যবসার সঠিক আর্থিক ফলাফল নির্ণয় ও সঠিক অবস্থা জানা যায়
  • হিসাব কালের মধ্যে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে ব্যবসার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ গতিবিধি অনুধাবন করা যায়
  • একাউন্টিং সফটওয়্যার ব্যবহার করলে ব্যবসার হিসাবের জটিলতা থেকে মুক্ত থাকা যায়
  • একাউন্টিং সফটওয়্যার ব্যবহারের অন্যতম সুবিধা – ব্যবসার আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরুপণ করা যায় । লাভ-ক্ষতির পরিমান নির্ণয়ের মাধ্যমে ব্যবসার গতিপ্রকৃতি সম্পর্কে সঠিক ধারনা খুব সহজে কয়েক ক্লিক এর মাধ্যমে পাওয়া যায় । যাবতীয় আয় ও ব্যায় নির্ভূলভাবে লিপিবদ্ধ হওয়ার কারনে ব্যবসার লাভ-ক্ষতি সঠিকভবে নির্ণয় করা যায়
  • প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমান নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা লাভ করা যায়
  • খুব সহজে এবং যে কোন সময়ের আয়-ব্যয় হিসাব জানার কারনে, প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিয়ন্ত্রনের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্খিত ফলাফল অর্জন করা সম্ভব হয় ।
  • একাউন্টিং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে প্রতারণা ও জালিয়াতি রোধ করা য়ায়
    আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে খুব সহজেই শেয়ার করা যায় । এবং ব্যবসায় বিভিন্ন সিদ্ধান্ত খুব দ্রত নেওয়া যায় এবং আশানুরুপ ফল পাওয়া যায়
  • একাধিক বছরের কিংবা নির্দিষ্ট কোন সময়ের আর্থিক বিবরণীর তুলনামূলক বিশ্লেষনের মাধ্যমে উন্নতি ও অবনতির বিভিন্ন দিক চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়

ব্যবহার শুরূ করুন

অভয় লেনদেন

আধুনিক, বিজ্ঞানসম্মত দুতরফা দাখিলা একাউন্টিং সফটওয়্যার (Accounting Software) ও এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং সফটওয়্যার (ERP) 

বিস্তারিত জানতে বা ব্যবহার শুরু করতে নিচের লিংকে ক্লিক করুন
www.avoylenden.com

Leave a Reply